এবারেও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২১, ০২:২০ পিএম

এবারেও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

চলতি বছর সৌদি আরবের বাহির থেকে কোনো মুসল্লি হজ করতে পারবেন না। শুধুমাত্র দেশটির ভেতর অবস্থান করা সৌদি নাগরিক ও প্রবাসীরা হজে অংশ নিতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোপগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

রবিবার (১৩ জুন) সকালে তিনি দ্য রিপোর্টকে বলেন, চলতি বছরে বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারছেন না। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সৌদি সরকার চলতি বছর বাইরের দেশের নাগরিকদের হজে যাওয়ার অনুমতি দেয় নি।’ তবে ওই দেশের নাগরিক ও দেশটিতে থাকা বাংলোদেশিসহ প্রবাসীরা সীমিত আকারে হজ করতে পারবেন বলেও তিনি জানান।

শনিবার (১২ জুন) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত খবরেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে। এসপিএ’র খবরে বলা হয়, এ বছর সর্বোচ্চ ৬০ হাজার মানুষ হজ পালনের অনুমতি পাবেন৷ শুধুমাত্র সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতরা হজে অংশ নিতে পারবেন। আর হজপালনে ইচ্ছুকদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। পাশাপাশি যারা করোনার টিকার দুইডোজই নিয়েছেন তারাই হজ করতে পারবেন।

সৌদি সরকারের ঘোষণা অনুযায়ি,হজ পালনের অনুমতি পাওয়া ৬০ হাজার মানুষের মধ্যে সৌদি আরবের নাগরিক রয়েছেন ১৫  হাজার। বদেশটিতে বসবাসরত বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসীদের মধ্য থেকে সুযোগ পাবেন ৪৫ হাজার।  

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ি, ‘অন্যান্য দেশের হজযাত্রীদের করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করাসহ তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।

সৌদি আরবের স্বাস্থ্য বিষয়কমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনার অনিশ্চয়তার মধ্যে হজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ টিকা সহজলভ্য হলেও ভাইরাসটি নিয়ে এখনও অনিশ্চয়তা আছে এবং কিছু দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা এখনও মারাত্মক৷ সেই সঙ্গে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে নতুন ঝুঁকি তৈরি হয়েছে৷ এসব কারণে হজ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’

চলতি বছর হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে প্রায় ৬৪ হাজার মুসল্লি নিবন্ধন করেছিলেন। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ চলাকালে গত বছর সৌদি আরবে অবস্থানরত দেশটির ১০ হাজার নাগিরক হজ সম্পন্ন করেন।তবে করোনাভাইরাস শুরুর আগে ২০১৯ সালে হজে অংশগ্রহণ করেন সারবিশ্বের প্রায় ২৫ লাখ। 

Link copied!