নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
তিনি বলেন, “এরই মধ্যে এমপি একরামুল করিম চৌধুরী নোয়াখালী পৌরসভাসহ কবিরহাট ও সুবর্ণচরের ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট প্রার্থনা ও টাকা দিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থানের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই আজকের বৈঠকে তাকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি ও সাধারণ সদস্য পদ থেকে আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে জেলা কমিটি।”
শিহাব উদ্দিন আরও বলেন, “যারা এ পর্যন্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন বা সমর্থন দিয়েছেন এ ধরনের পদবীধারী নেতাদের অব্যাহতি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।”
সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের নেতৃত্বে কমিটির ৮০ ভাগ সদস্য উপস্থিত ছিলেন বলে যোগ করেন শিহাব উদ্দিন শাহীন।