এসএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১৯ হাজার, বহিষ্কার ১৪

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৫, ২০২১, ০২:৪৭ এএম

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১৯ হাজার, বহিষ্কার ১৪

এসএসসি-সমমান পরীক্ষার প্রথম দিনে নয়টি শিক্ষা বোর্ডে সাড়ে তিন হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১০ হাজার এবং কারিগরিতে প্রায় সাড়ে পাঁচ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া অসাধু কাজের জন্য বরিশাল বোর্ডের ১ শিক্ষার্থী ও ২ কক্ষ পরিদর্শক এবং দিনাজপুর বোর্ডের ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মাদরাসা শিক্ষা বোর্ডে বহিষ্কার করা হয় ১০ জনকে। 

রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যমতে, ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থী ৮৮৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৯৪, রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৬৩, বরিশাল শিক্ষা বোর্ডে ১৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অসদুপায় অবলম্বনের দায়ে ১ জন শিক্ষার্থী ও ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডে ১৪৮ জন অনুপস্থিত, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৫৯৭ জন ও ১ শিক্ষার্থী বহিষ্কার, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬০৭ জন অনুপস্থিত, ময়মনসিংহ বোর্ডে ৩১২ শিক্ষার্থী, যশোর শিক্ষা বোর্ডে ১৭১ জন অনুপস্থিত ছিলেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রগুলোতে মোট ৯ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল ও ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৪২ হাজার ৭২৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন। মোট অনুপস্থিত ৫ হাজার ৩৭৮ পরীক্ষার্থী।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।

অন্যদিকে বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে ৯টি কেন্দ্র হলো- জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স।

 

 

Link copied!