ওয়ারীতে বহুতল ভবন থেকে ফেলা নবজাতকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২১, ০১:৩৭ পিএম

ওয়ারীতে বহুতল ভবন থেকে ফেলা নবজাতকের মৃত্যু

রাজধানীর ওয়ারীর একটি বহুতল ভবন থেকে ফেলে দেওয়া নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১১ টার দিকে ওয়ারীর হেয়ার স্ট্রিট এলাকার একটি ভবন থেকে ফেলে দেওয়া নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১১ টার দিকে অপূর্ব রবি দাস তার কয়েক বন্ধু মিলে হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে বসে মুঠোফোনে গেমস খেলছিলেন। পাশেই একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনটির উল্টো দিকে একতলা টিনশেডের একটি বাড়ি আছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তারা যখন গেমস খেলছিলেন, তখন ওই টিনের চাল থেকে একটি বিকট শব্দ আসে।

শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হন। সেখানে গিয়ে তারা নবজাতকটিকে দেখতে পান।

অভিভাবক না আসায় স্থানীয় লোকজনের পরামর্শে নবজাতককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Link copied!