চট্টগ্রাম জেলার কক্সবাজার শহরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি এক সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার (১৭ জুলাই) ভোর রাতে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী বড়বিল এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
নিহত আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার জাফর আলমের ছেলে বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর রাতে (শনিবার, ১৭ জুলাই) দক্ষিণ সাহিত্যিকা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় র্যা উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছুসময় পর সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এসময় র্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় একজনকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‘ গোলাগুলির ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হলে তাদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলেও তিনি জানান।
নিহত আশু চিহ্নিত সন্ত্রাসী ছিল উল্লেখ করে র্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, ‘মাসখানেবক আগে তার নেতৃত্বে জোড়া খুনের ঘটনা ঘটে। সে নিজের নামে ‘আশু বাহিনী’ গড়ে শহরে ছিনতাই, অপহরণ ও হত্যাসহ নানা অপরাধ সংগঠনের সাথে জড়িত।’ এসব অভিযোগে আশু আলীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১১টি মামলা রয়েছে বলেও তিনি জানান।