কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জে নিহত যুবদলকর্মীর লাশ হস্তান্তর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২২, ০৮:৩২ এএম

কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জে নিহত যুবদলকর্মীর লাশ হস্তান্তর

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিতে নিহত যুবদলের কর্মী শাওন প্রধানের লাশ ময়নাতদন্ত শেষে কড়া পাহারায় স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

লাশ হস্তান্তরের আগে  পুলিশের বিপুলসংখ্যক সদস্য ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হাসপাতালের মর্গের সামনে অবস্থান নেয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিহতের বড় ভাই মিলন প্রধান এবং মামা মোতাহার হোসেনের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এদিকে শাওন প্রধান যুবলীগের কর্মী ছিলেন দাবি করে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নবীনগর এলাকায় নিহতের বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

জাহাঙ্গীর হোসেনের দাবি, ‘নিহত শাওন প্রধান ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর চাচাতো ভাইয়ের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

এদিকে শাওন প্রধানের ভাই মিলন প্রধান প্রথম আলোকে বলেন, লাশ দাফনের সব প্রস্তুতি তাঁরা সম্পন্ন করেছেন।

আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে শাওন প্রধানের মামা মোতাহার হোসেন বলেন, ‘কান আছে শুনে যান, চোখ আছে দেখে যান।

বাংলাদেশে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’ তিনি বলেন, এখন জানাজা ও লাশ দাফনের বিষয়ে স্বজনেরা সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!