মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আসছে ভোর থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ পালনে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৩০ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ ওই প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছ, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ থাকবে। কেবল ‘জরুরি নয়’, ‘খুব জরুরি’ হলেই বের হওয়ার বৈধতার সুযোগ থাকছে নাগরিকদের।
তবে বিদেশগামী বা বিদেশফেরতদের জন্য এই বিধি কার্যকর নয়। কারণ শর্তসাপেক্ষে তারা চলাফেরা করতে পারবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা আছে, ‘আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রামনের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে।’
এর আগে কয়েক দফায় লকডাউন বা বিধিনিষেধ আরোপ করলেও এবারের ‘বিধিনিষেধ’ খবুই কঠোর হতে চলেছে। এবারের কঠোর বিধিনিষেধের সামগ্রিক চিত্র আগের যেকোনো বিধিনিষেধের চেয়ে ভিন্নতর। মন্ত্রিপরিষরদর জারি করা প্রজ্ঞাপন বাস্তবায়নে মাঠে নামানো হচ্ছে- সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।