কবি আসাদ চৌধুরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

জুন ২০, ২০২৩, ০৫:১২ এএম

কবি আসাদ চৌধুরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

কবির জামাতা নাদিম ইকবালের ফেসবুক থেকে ছবিটি সংগৃহীত।

বর্তমানে কানাডায় অবস্থান করা দেশের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন অন্টারিও প্রদেশের রাজধানী  টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

সোমবার কবি আসাদ চৌধুর্রীর জামাতা নাদিম ইকবাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা বোধ করলে ৮০ বছর বয়সী আসাদ চৌধুরীকে স্থানীয় সময় রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাদিম ইকবাল বলেন “বাবা এখন অনেকটাই ভালো আছেন। আমাদের সাথে কথা বলতে পারছেন। অনেকে দেখতে এসেছেন, তাদের সাথে কথা বলছেন। দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে তিনি বাসায় ফিরবেন বলে আমরা আশা করছি।”

কবির সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় আমরা জরুরিভাবে রোববার হাসপাতালে ভর্তি করেছিলাম। এখন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।”

বরিশালে জন্ম নেওয়া আসাদ চৌধুরী শিক্ষকতা, সাংবাদিকতার পর বাংলা একাডেমিতে দীর্ঘদিন কাজ করে পরিচালক হিসেবে অবসরে যান। একুশে পদকে ভূষিত কবি আসাদ চৌধুরী কবি পরিচয়ের পাশাপাশি উপস্থাপনা ও আবৃত্তির জন্যও জনপ্রিয়।

Link copied!