কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ০৯:০৯ পিএম

কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

আবারও কমতে শুরু করেছে সারা দেশের তাপমাত্রা। রাজধানীসহ দেশের বড় শহরগুলোতেও শীত বাড়তে শুরু করেছে। দেশের উত্তর–পশ্চিমাঞ্চলের ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বেশির ভাগ এলাকায় কুয়াশাও বাড়ছে। অনেক এলাকায় ঘন কুয়াশা দুপুর পর্যন্ত গড়াচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ আর কুয়াশা থাকবে।

এদিকে, মঙ্গলবার রাজধানীতে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই কমেছে। ফলে শীতের অনুভূতি বেড়েছে। কুয়াশা আর ধুলা–ধোঁয়া মিলে দৃষ্টিসীমায় দীর্ঘ সময় ছিল কুয়াশা। অনেক এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা দেখা গেছে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে কুয়াশার পরিমাণ ছিল বেশি। অনেক এলাকায় দুপুরে কিছুটা রোদ দেখা যাওয়ার পর বিকেল গড়াতে কুয়াশার চাদর আবারও ফিরে এসেছে। কুয়াশা বেড়ে যাওয়ায় ঢাকার বায়ুর মানও ছিল সকাল থেকে বেশ খারাপ।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “আগামী দুই–তিন দিন উত্তর–পশ্চিমাঞ্চলে এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তারপর কিছুটা মেঘ এসে শীতের দাপট কমে যেতে পারে। তার আগে দেশের বেশির ভাগ এলাকায় চলমান শীতের অনুভূতি থাকবে।”

Link copied!