করোনা: চেম্বার জজ আদালত চলবে ভার্চ্যুয়ালি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০৬:৪৯ পিএম

করোনা: চেম্বার জজ আদালত চলবে ভার্চ্যুয়ালি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চ্যুয়ালি পরিচালিত হবে।

মঙ্গলবার মামলার শুনানিকালে এ ঘোষণা দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বিষয়টি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিত দাস গুপ্ত বলেন, “শুনানিকালে বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত আইনজীবীদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত আছেন কি না জানতে চান। এরপর তিনি উপস্থিত আইনজীবীদের আগামী ১৬ জানুয়ারি থেকে ভার্চ্যুয়ালি আদালত চলবে বলে জানান।”

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, “আদালত আইনজীবীদের কাছে জানতে চান কেউ করোনায় আক্রান্ত আছেন কি না। আক্রান্ত নেই বলে জানান আইনজীবীরা। তখন আদালত বলেন, এখানে আইনজীবীদের চাপ বেশি, সুপ্রিম কোর্টের অনেক জজ করোনা পজিটিভ, তাই আগামী ১৬ জানুয়ারি থেকে চেম্বার জজ আদালত ভার্চ্যুয়ালি চলবে।”

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ দেশে উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখাসহ ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। গতকাল সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে নতুন এ বিধিনিষেধ আরোপ করা হয়। আসছে ১৩ জানুয়ারি থেকে সরকারের আরোপিত বিধিনিষেধ কার্যকর হবে জানা গেছে।

Link copied!