করোনা: দেশে ২০ এর নিচে নামল দৈনিক মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৫:৩৮ পিএম

করোনা: দেশে ২০ এর নিচে নামল দৈনিক মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে বুধবার (২৯ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় ১৭ জন মারা গেছেন। মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টাপর্যন্ত সময়ে হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ২৭ হাজার ৪৮৭ জন মারা গেলেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (২৯ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। বুধবার (২৯ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষায় তারা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের শতকরা হার ৪ দশমিক ১২। এনিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওইবিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় বুধবার (২৯ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!