করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস চেম্বারের ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও প্রজেক্ট কিওর নামে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংস্থা (এনজিও) এই চিকিৎসা সামগ্রীগুলো যৌথভাবে অনুদান হিসেবে পাঠায়।
সোমবার (২৬ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার জোঅ্যান ওয়াগনার এবং ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা জরুরি চিকিৎসা সামগ্রীর একটি বিশেষ চালান হস্তান্তর করেন ।
এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
করোনা মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে এই দফায় বাংলাদেশকে সরবরাহ করা হয়েছে ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ভ্যারিয়েবেল পজিটিভ এয়ার প্রেশার (ভিপিএপি) ইউনিটসহ অন্যান্য অক্সিজেন সরবরাহ ও যন্ত্রের খুচরা যন্ত্রাংশ। এছাড়া আছে, দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কোভিড – ১৯ আক্রান্তদের সহায়তার জন্য কেএন৯৫ এবং এন৯৫ মাস্কসহ ৪৫,০০০ ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম।
এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য শেভরন, এক্সেলারেট এনার্জি, মেটলাইফ এবং এইচএসবিসি বাংলাদেশ এবং একে সক্রিয় সহযোগিতা করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস, এইএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এইএসএআইডি), ওয়াশিনটন, ডিসির বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা অধিদফতর।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার জোঅ্যান ওয়াগনার বলেন, ‘বাংলাদেশের জনগণের জরুরি স্বাস্থ্য সেবা সংক্রান্ত চাহিদা মেটাতে এমন উপহার নিয়ে আমেরিকার ব্যবসায়ী নেতাদের একযোগে এগিয়ে আসতে দেখে আমার গর্ব হচ্ছে। এই মহামারির বিরুদ্ধে লড়াই করতে এবং স্বাস্ব্য সুরক্ষা ও মূল্যবান জীবন বাঁচাতে আমাদের অবশ্যই আমাদের সামর্থ্যের সম্মিলিত ব্যবহার নিশ্চিত করতে হবে।'
হস্তান্তর অনুষ্ঠানে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়াল বলেন, ‘কাউন্সিলের সদস্যরা মহামারির এই ঊর্ধ্বগতি সামাল দিতে জরুরি ভিত্তিতে দরকার এমন চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিয়ে বাংলাদেশে আমাদের অংশীদার ও বন্ধুদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা আশা করি, এসব সরঞ্জাম জীবন রক্ষাকারী সেবা নিশ্চিত করবে।’