বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।রাজধানীর আন্তর্জাতিক উদারাময় কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ল্যাবরেটরিতে খালেদা জিয়ার করোনার নমুনা সংগ্রহ করার পর রবিবার (১১ এপ্রিল) রিপোর্ট পজিটিভ আসে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জানিয়েছেন,‘তিনি স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে বেগম খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।’
এদিকে, আইসিডিডিআরবি’র ল্যাবরেটরির রিপোর্টে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে সত্যতা যাচাই করেছে দ্য রিপোর্ট। এতে রিপোর্ট পজিটিভ হওয়ার ব্যাপারে সত্যতা পাওয়া গেছে।
তবে দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টিতে বিএনপি থেকে কোনো মন্তব্য আসেনি। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সাথে কথা বলার চেষ্টা করলে তাদের মোবাইলে ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে জামিনে আছেন।দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে যেতে হয়েছিল। করোনা মহামারির কারণে গত বছর ছয় মাসের জামিন দেয় সরকার,যা তিন দফায় বাড়ানো হয়েছে।