করোনায় চবির সাবেক ডিন গাজী সালাহ উদ্দিনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০১:৪৯ পিএম

করোনায় চবির সাবেক ডিন গাজী সালাহ উদ্দিনের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষক ও মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালেহ উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শুক্রবার (৫ আগস্ট) রাত ৮ টার দিকে ঢাকায় সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাজী সালেহ উদ্দীনের ছেলে সালেহীন তানভীর গাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সালেহীন তানভীর বলেন, ‘ গত ২১ জুলাই থেকে  তিনি করোনার উপসর্গে ভুগছিলেন। অক্সিজেন স্যাচেুরেশন কমে যাওয়ায় তাকে গত ৩১ জুলাই থেকে অক্সিজেন সাপোর্ট  দিতে হচ্ছিলো। এর আগে,গত ৩০ জুলাই রাজধানীর গুলশান সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’ 

অধ্যাপক গাজী সালেহ উদ্দীন সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে ড. সালাহ উদ্দিনের লেখা বইয়ের তথ্যকে দালিলিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল।

ড. গাজী সালাহ উদ্দিনের জন্ম ১৯৪৯ সালের ২৮ সেপ্টেম্বর। পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে।

ড. গাজী সালাহ উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার 

 

Link copied!