ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী ও প্রেস ইন্সস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সহকারী অধ্যাপক কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমার পারিবারিক সূত্র জানা গেছে, সোমবার (৯ আগস্ট) নরসিংদীর গ্রামের বাড়িতে আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কামরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এর সদস্য ছিলেন।
এছাড়া কামরু নাহার দীর্ঘসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেও শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে পিআইবি’র শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকের মধ্যে শোকের ছায়া নেমে আসে।