করোনায় দলীয় আয় কমেছে আওয়ামী লীগের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২১, ০১:৩১ পিএম

করোনায় দলীয় আয় কমেছে আওয়ামী লীগের

করোনা মহামারি চলাকালে আওয়ামী লীগের আয় কমেছে। রবিবার (২৯ আগস্ট) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রবিবার সকালে এর আগে, দলীয় আয়-ব্যয়ের (২০২০ সালের) বার্ষিক প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি দল।

আওয়ামী লীগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২০ সালে দলটির আয় হয়েছে প্রায় ১০ কোটি ৩৩ লাখ এবং ব্যয়  ৯ কোটি ৯৪ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে ২০১৯ সালের তুলনায় আওয়ামী লীগের আয় কমলেও বৃদ্ধি পেয়েছে ব্যয়। ২০১৯ সালের দলটির যে আয় ছিলো তার চেয়ে প্রায় সাড়ে ১০ কোটি টাকা কম আয় হয়েছে ২০২০ সালে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগের বছর অর্থ্যাৎ ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দলটির ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকা। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের এই আয়ের উৎস হলো বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যদের চাঁদা, মনোননয়ন ফরম বিক্রি এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া অনুদান।

বিজ্ঞপ্তিতে দলটির ব্যয়ের খাত হিসেবে উল্লেখ করা হয়েছে, অফিস রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের বেতন, সংগঠন পরিচালনা ব্যয় এবং ত্রাণ বিতরণ। করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা বেড়ে যাওয়ায় ব্যয় বেড়েছে বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

Link copied!