স্বজন-প্রতিবেশী কেউ এগিয়ে না আসায় করোনা আক্রান্ত নারীর শেষ গোসল করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। শুক্রবার (৯ জুলাই) রাত ১০টায় পিরোজপুরের কাউখালীর উজিয়ালখান গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ডের সদস্য মো. রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, সদর ইউনিয়নের উজিয়াল খান এলাকার বাসিন্দা সওজ বিভাগের অবসরপ্রাপ্ত সুপারভাইজার মো. সোলায়মান হোসেনের স্ত্রী রেখা সুলতানা(৪৮) করোনা আক্রান্ত হয়ে মারা যান। বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টায় তার মৃত্যু হয়। এরপর সন্ধ্যার দিকে তার লাশ বাড়িতে আনা হয়।
এ বিষয়ে ইউপি সদস্য খালেদা খাতুন জানান, স্বজনরা করোনায় মারা যাওয়া রেখা সুলতানার মৃতদেহের গোসলে এগিয়ে না আসায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজিয়াল খান এলাকার লিলি বেগম ও দক্ষিণ বন্দর এলাকার শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে তিনি ওই নারীকে গোসল করান। এর পরে জানাজা শেষে দাফন করা হয়।
তিনি আরও জানান, করোনায় মারা যাওয়া রেখা সুলতানাকে উজিয়াল খান এলাকার সি অ্যান্ড বি রোডে পারিবারিক কবরস্থানে রাত সারে ১২টার দিকে দাফন করা হয়। তিনিও দাফনে অংশ নেন।