আগস্ট ২৪, ২০২১, ০১:৪৮ পিএম
করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে মঙ্গলবার (২৪ আগস্ট) সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। তবে বেড়ে গেছে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। বিভাগের বিভিন্ন জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।
মঙ্গলবার (২৪ আগস্ট) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদিন (২৪ আগস্ট) পর্যন্ত আইসিউতে ১৩ জনসহ মোট ১৯২ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘ সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। মৃত অন্যজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪৯ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন্ট টেস্টে এই সময়ে ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ১৪ দশমিক ৯৬।
সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত (২৪ আগস্ট) ময়মনসিংহ জেলায় মোট প্রায় ২০ হাজার ৩৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৬৮ জনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।