কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বিএনপির নেতারাই: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২২, ১২:৫২ এএম

কর্মীদের সংঘাতের দিকে  ঠেলে দিচ্ছে বিএনপির নেতারাই: তথ্যমন্ত্রী

ভোলায় দলীয় কর্মসূচি পালনকালে জেলা শাখা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষের জন্য দলটির নেতারাই দায়ী বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপির নেতারাই তাদের নেতাকর্মীদের সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “বিএনপির কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দিয়েছে তাদের নেতারা। ফলে ভোলায় মৃত্যুর জন্য প্রকারান্তরে বিএনপিই দায়ী।” তাদের এ দায় স্বীকার করে দল থেকে পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।  

বিএনপি লাশের রাজনীতি করে উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “এ লাশের রাজনীতির বলি হচ্ছে ভোলায় বিএনপির দুজন কর্মীর মৃত্যু। কারো কারো হাতে অস্ত্র তুলে দিয়েছিল। সেখানে পুলিশের ওপর গুলি করা হয়েছে। পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সদস্যকে তাদের দলীয় কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করা হয়েছে।”

এসময় তিনি আরও বলেন, শোক দিবসে আমরা যখন মাঠে নামবো, তারা পালানোর পথ খুঁজে পাবে না।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক খাদিজা বেগম উপস্থিত ছিলেন।

Link copied!