কাওয়ালি গানের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদী মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পিপলস একটিভিস্ট কোয়ালিশন (প্যাক) সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এই ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তে কাওয়ালি গানের আসরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্যাক সংগঠনটি ‘ধিক্কার সমাবেশ’ এর আয়োজন করেছে আজ। এই সমাবেশে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয় এবং কর্মীদের ওপর চড়াও হয়।
গতকাল বুধবার টিএসসির পায়রা চত্ত্বরে কাওয়ালি গানের আসরে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের কর্মীরা অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চে হামলা, চেয়ার ভাঙচুর ও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা।
এদিকে, এই ঘটনায় প্রতিবাদে সন্ধ্যা ৬টায় টিএসসিতে আবারও কাওয়ালি ও প্রতিবাদী গানের আয়োজন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’। একইসাথে প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালি মাহফিল করার ঘোষণাও দিয়েছেন তারা।