কাদের মোল্লা, সাঈদীর বিচার স‌ঠিক হয়‌নি: জাফরুল্লাহ চৌধুরী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২২, ০৪:৩৮ পিএম

কাদের মোল্লা, সাঈদীর বিচার স‌ঠিক হয়‌নি: জাফরুল্লাহ চৌধুরী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আব্দুল কাদের মোল্লা এবং আজীবন কারাদণ্ড পাওয়া দেলোয়ার হোসেন সাঈদীর বিচার সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার জাতীয় প্রেসক্লা‌বের তফাজ্জল হো‌সেন মা‌নিক মিয়া হ‌লে ন‌্যাশনাল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এন‌ডি‌পি) আয়োজিত ‘রাজবন্দীর মু‌ক্তি দাও’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী আপনি কিছু কিছু ভালো কাজ করেছেন- যেমন মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু এখানে দুইটা কাজ ভুল করেছেন। একটা হল আব্দুল কাদের মোল্লা, আরেকটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই দুইজনের বিচারটা সঠিক হয়নি। এজন্য আপনি যতটা দায়ী তার চেয়ে বিচারকরা বেশি দায়ী।”

গণস্বাস্থ্য কেন্দ্রের এই  ট্রাস্টি বলেন, “আব্দুল কাদের যাকে কসাই কাদের বলে ফাঁসি দিয়েছেন। তিনি ছাত্র ইউনিয়ন করতেন। এখনো মতিয়া চৌধুরী, নাহিদ বেঁচে আছেন তাদেরকে সাক্ষী হিসেবে চেয়েছিলেন কিন্তু বিচারক তাদেরকে ডাকেননি। বঙ্গবন্ধুর সময়ে তিনি (আব্দুল কা‌দের) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের সদস্য ছিলেন।” এরকম একজন ব্যক্তিকে বিচার না করে শুধু জোয়ারের পানিতে নৌকা ভাসিয়ে ফাঁসি দেওয়া ঠিক হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, “আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমার প্রিয় মানুষ না। কিন্তু তাকে অভিযোগ করা হয়েছে হুমায়ূন আহমেদের বাবা পুলিশ অফিসারকে হত্যা করেছে। কিন্তু হুমায়ূন আহমেদের মা একটা বই লিখেছেন তিনি দেলোয়ার হোসেন সাঈদীকে অভিযুক্ত করেন নাই।সুতরাং তিনি এখনও জেলে আছেন। এটা খুবই খারাপ কাজ। যেমন ভাবে আপনি (শেখ হাসিনা) বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছেন।এটাও ঠিক না।” এসময় তিনি আলেম-ওলামা,মমিনুল হক বাদে যাদেরকে আটক করে রেখেছেন তারাও নির্দোষ বলে দাবি করেন।

ন‌্যাশনাল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টির (এন‌ডি‌পির) চেয়ারম‌্যান কে এম আবু তা‌হে‌রের সভাপতিত্বে আলোচনা সভায় আলেম সমাজের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা বলেন, “আজ আলেম সমাজরা রাস্তায় নামেন না। তারা যদি রাস্তায় নামেন তাহলে আমিও তাদের সাথে থাকবো।”

জনগণের মধ্যে প্রচলিত আছে গত কয়েক বছরে লবিস্টের জন্য জয় ৯ মিলিয়ন ডলার খরচ করেছে-এর উত্তর সরকারকে দেওয়া উচিত উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, “আমাদের যে সেলফোন আছে তা থেকে সরকারের যা আয় হয়। সেখান থেকে সাড়ে সাত পার্সেন্ট ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিস পায়। যার প্রধান হলেন এফ সালমান রহমান এবং আমেরিকায় হলেন জয়। এটা সত্য কিনা? সরকারের উচিত এটা সত্য কিনা তা প্রকাশ করা।”

Link copied!