কারণ জানা গেল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার; মৃত্যু বেড়ে ১৯

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৩, ১২:১২ পিএম

কারণ জানা গেল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার; মৃত্যু বেড়ে ১৯

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আহত ২৫ জন। ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ মার্চ) সকালে শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুপার জানান, ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে বাসচালকসহ ১৫ যাত্রী মারা যান। 

পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই যাত্রী মারা যান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। এ দুর্ঘটনায় আহতদের শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, বাসচালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার জন্য দায়ী।  দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!