নায়িকা পরীমণিকে ‘ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার’ অভিযোগে দায়েরকৃত মামলা ও মাদকের মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার (১ জুলাই) নাসিরের আইনজীবী আমানুল করিম লিটন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল বুধবার (৩০ জুন) রাত ৮টার দিকে মুক্তি পেয়েছেন নাসির উদ্দিন। দুই মামলায় ২ সপ্তাহ কারাভোগের পর মুক্ত হলেন তিনি।’
তার আইনজীবী আরও বলেন, ‘রাত ৮টায় কারাগার থেকে বের হলে তার ভাইসহ আত্মীয়-স্বজনরা তাকে রিসিভ করে বাসায় নিয়ে যান। বর্তমানে তিনি তার উত্তরার বাসাতেই রয়েছেন। আর শারীরিকভাবে সুস্থই আছেন।’
গত ১৪ জুন দুপুরে সাভার থানায় নাসির উদ্দিন ও অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন নায়িকা পরীমণি। মামলার পর অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ওই দিনই নাসির, অমিসহ ৫ জনকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।