গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছয় কারারক্ষীকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়েছে কারা অধিদপ্তর।
গতকাল রবিবার গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলামের সই করা আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বদলির আদেশে বলা হয়, “প্রশাসনিক কারণে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের মহিলা কারারক্ষী মোছা. আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ জেলা কারাগারে, মোছা. সোহেলা আক্তারকে ঝালকাঠি জেলা কারাগারে, সেলিনা আক্তারকে শেরপুর জেলা কারাগারে, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে এবং লাকী খাতুনকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়েছে। তবে কী কারণে বদলি করা হয়েছে, তা আদেশ বলা হয়নি।”
এবিষয়ে কাশিমপুর মহিলা কারাগারে জেল সুপার ওবায়দুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “প্রশাসনিক কারণ বলতে চাকুরি শৃঙ্খলা ভঙ্গসহ নানাবিধ কারণ থাকতে পারে। তবে আমাদের জানার কোন সুযোগ নেই।আর আমি এখানে চাকুরি যোগদান করার পর মাদক সক্রান্ত কোন কিছুই আমার নজরে আসেনি।”
এদিকে, বদলীর আদেশ পাওয়ায় বেশ হতাশা প্রকাশ করেছের কারারক্ষীদের কয়েক জন। বদলির আদেশ পাওয়া ঝর্না আক্তার বলেন, “সরকারি চাকুরিতে বদলি করবে এটা স্বাভাবিক। তবে আমি আসলে বুঝতে পারছিনা কেন এমনটি হলো। আমিতো ছুটিতে ছিলাম।”
এবিষয়ে অপর একজন শোহেলি আক্তার জানান, “আমি ছিলাম ছুটিতে, আমার দুই সন্তান এবার এখানে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সরকারি চাকরিতে বদলী হবেই। তবে এটাতো অমানবিক। ঝালকাঠি থেকে এই বাচ্চাগুলোকে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করাবো।”