কুড়িগ্রামে মন্দিরে আগুন ও প্রতিমা ভাঙচুর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ০৮:৪৭ পিএম

কুড়িগ্রামে মন্দিরে আগুন ও প্রতিমা ভাঙচুর

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাওডাঙ্গা গ্রামের রতিকান্ত রায়ের বাড়ির উঠানের মন্দিরে শিব ও মনসা মূর্তি রয়েছে। মঙ্গলবার রাতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত এ মন্দিরের প্রতিমা ভাঙচুর করে মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে।

ইউএনবি’র খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।

রতিকান্ত চন্দ্র রায় জানান, তার প্রতিবেশি গোলবার রহমান, মাইদুল ইসলাম ও বাদল চন্দ্র রায় রাতে তাকে ঘুম থেকে ডেকে তুলে মন্দিরে আগুন জ্বলে ওঠার ঘটনা জানান। তিনি স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে মন্দিরের আগুন নেভান। তবে কারা প্রতিমা ভাংচুর ও মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে সেটা দেখেননি বলেও জানান তিনি।

এদিকে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সনাতন ধর্মাবলম্বীরা। এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফজলুর রহমান।

বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

Link copied!