কেরানীগঞ্জ থেকে যুদ্ধাপরাধী খালেক গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৩, ১০:৪৮ এএম

কেরানীগঞ্জ থেকে যুদ্ধাপরাধী খালেক গ্রেফতার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আব্দুল খালেক তালুকদারকে (৭৩) গ্রেপ্তার করেছেন পুলিশের সন্ত্রাসদমন ইউনিট।

বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তারের খবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

উল্লেখ্য, ২০১৫ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে মামলা হওয়ার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। 

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২৮ মার্চ ওই মামলার রায় ঘোষণা করে ট্রাইবুনাল। রায়ে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাতক আরও চারজনের সঙ্গে খালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আব্দুল খালেকের বাড়ি নেত্রকোণার পূর্বধলার খারচাইল গ্রামে।

Link copied!