কোটালীপাড়ায় ৪৮ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০১:১৩ পিএম

কোটালীপাড়ায় ৪৮ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়ায়  ৪৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৪ টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর আগে, বেলা পৌনে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান সরকারপ্রধান।

কোটালীপাড়ার জনসভায় ভাষণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এদিকে, প্রধানমন্ত্রী ও  আওয়ামী লীগ সভাপতির কোটালীপাড়া সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোর থেকেই গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে মিছিল-স্লোগানে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। সব শ্রেণি, সব বয়সী মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে জনসভার মাঠ। জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয়  নেতারা বক্তব্য দিচ্ছেন।

Link copied!