ক্যাম্প থেকে পালিয়ে লেবু বাগানে কাজ করা ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ০৭:৩৭ পিএম

ক্যাম্প থেকে পালিয়ে লেবু বাগানে কাজ করা ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

৭৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের বোয়ালখালী থেকে গ্রেপ্তার হওয়া এসব রোহিঙ্গা কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে বোয়ালখালীর মধ্যম করলডেঙ্গার কলন্দর শাহ মাজারের কাছের একটি বসতি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার এসআই সুমন কান্তি দে বলেন, গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা বিভিন্ন সময়ে কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে পালিয়ে চট্টগ্রামে চলে আসে। তারা এখানে বিভিন্ন লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি আরো বলেন, ওই এলাকায় ঘর বানিয়ে বসবাস করছিলেন রোহিঙ্গারা। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন রাতে করলডেঙ্গা এলাকার অভিযান চালিয়ে আরো ৩১ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

 

Link copied!