বর্তমান সরকার সব কিছুতেই অবৈধ মুনাফা করতে চায়;সরকারের কারসাজিতেই খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপরের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকে দেখতে গিয়ে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৪ মে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও উত্তর ছাত্রদলের নেতা শাহাবুদ্দিন শিহাব ওই হাসপাতালে চিকিৎসাধীন।
মির্জা ফখরুল বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে তাদের রাজনীতি করছে।সরকারের কারসাজিতেই চালের দাম বাড়ছে।” সরকার অন্যায়ভাবে খাদ্যর মজুদ করে দাম বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “ আপনারা বললেন যে, আটা, ময়দা, দুধ, পাউরুটি দাম বেড়েছে… আমাদের গরিব লোকরা কী করে? বেশির ভাগ রিকশা শ্রমিক যারা, তারা দিনের বেলা রিকশা চালিয়ে ফুটপাত থেকে একটা কলা ও পাউরুটি খায়। আজকে সেই রুটির দাম ডাবল হয়ে গেছে, তিন গুণ হয়ে গেছে।”
তিনি বলেন, “চালের দাম ১০ থেকে ১৫ টাকায় উঠে গেছে। এমনকি ১০ টাকা কেজি দরে চাল ৬২ হাজার লোককে দেওয়া হতো সেখানে তারা (সরকার) ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে।”
সরকার সব কিছুতেই অবৈধ মুনাফা করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “বর্তমান সরকারের সমস্যাটা হচ্ছে যে তারা সব কিছুর মধ্যেই অবৈধ মুনাফা চায় এবং জনগণের ন্যূনতম প্রয়োজন যেটা খাদ্য, এই খাদ্যকে তারা এখন জিম্মি করে প্রফিট নিতে চায়, মুনাফা লুটতে চায়। এটা আজকের ব্যাপার না, প্রথম ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল সেখানে কিন্তু খাদ্যসংকট ছিল তা না, দুঃশাসন-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল।”