খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০৯:১৩ পিএম

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

বিএনপির  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা কলেজ  ছাত্রদল।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিক্ষোভ মিছিলটি এআর প্লাজা থেকে শুরু হয়ে ধানমন্ডি শেখ কামাল মাঠ প্রদক্ষিণ করে আনোয়ার খান মর্ডান সামনে এসে শেষ হয়। 

এতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. হাসিবুল হাসান সজীব, হায়াত মাহমুদ জুয়েল, সোহানুর রহমান সোহান রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপুসহ অনেকে।

Link copied!