খালেদা জিয়া আওয়ামী লীগের উপর নিষ্ঠুরতা করেনি: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২১, ০৭:৪৩ পিএম

খালেদা জিয়া আওয়ামী লীগের উপর নিষ্ঠুরতা করেনি: রিজভী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারপ্রধান থাকাকালে আওয়ামী লীগের উপর কোনো ধরণের নিষ্ঠুরতা করেননি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে খালেদা জিয়ার সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘অসত্য’ বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত  এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।

বুধবার (৮ ডিসেম্বর) যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের ভিডিও খালেদা জিয়া ও তারেক রহমান দেখতেন এবং তা দেখে উৎফুল্ল হতেন। এ ধরনের হিংস্র একটি চরিত্র আমরা দেখেছি তার (খালেদা জিয়া) মাঝে।”

 

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিরোধিতা করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, “বেগম জিয়া কখনো আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেনি, প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য অসত্য। তার যদি নূন্যতম মানবিকবোধ থাকতো তিনি এই কথা বলতে পারতেন না।”

রিজভী বলেন, “কালকে(৮ ডিসেম্বর) নানা কথা বলেছেন প্রধানমন্ত্রী। উনি নাকি অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি চ্যালেঞ্জ করে বলছি প্রধানমন্ত্রী ঢাহা মিথ্যা কথা বলেছেন। তার মতো নিষ্ঠুর নির্দয় আচারণ বেগম খালেদা জিয়া কখনও করেননি।”

বিএনপি চেয়ারপারসনের বর্তমান অবস্থার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে বিএনপির এই নেতা আরও বলেন, “খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন, এটা মনে করার কোনো কারণ নেই। বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। তার কিছু হলে জনগণ মেনে নেবে না।”

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান অংশ নেন।

Link copied!