খালেদা জিয়া এখন হাসপাতালের কেবিনে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২২, ০১:১৫ পিএম

খালেদা জিয়া এখন হাসপাতালের কেবিনে

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিতসাধীন খালেদা জিয়াকে দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার দুপুরে তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, “মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ কার্ডিওলিজস্টরা চিকিতসকরা সিসিইউতে ম্যাডামকে দে্খেছেন। তারপর উনারা সিদ্ধান্ত নি্য়েছেন যে, ম্যাডামকে কেবিনে রেখে পরবর্তি ফলোআপগুলো করা হবে। সেজন্য হাসপাতালের সিসিইউর যে সমস্ত সুযোগ-সুবিধা আছে সেগুলো কেবিনে সেট করে দুপুরে ম্যাডামকে কিছুক্ষন আগে কেবিনে শিফট করা হয়েছে।”

“কেবিন থেকে উনাকে অবজারভ করা হবে, মনিটরিং করা হবে। তার অবস্থার ওপর ভিত্তি করে মেডিকেল বোর্ড পরবর্তি সিদ্ধান্ত নেবেন।”

জাহিদ জানান, মেডিকেল বোর্ড বিকাল ৫টায় আবার বসবেন।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে শুক্রবার গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরিবার এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট পরানো হয়।

একটি অপসারণ করা হলেও খালেদা জিয়ার হৃদপিন্ডে আরো দুইটি ব্লক ধরা পড়ার কথাও চিকিৎসকরা জানিয়েছেন।

অধ্যাপক জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিতসত অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিতসা কার্যক্রম দেখছেন।

Link copied!