খালেদা জিয়াকে দাওয়াত দিতে আইনী বাধা নেই, জানালেন আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২২, ০১:০১ এএম

খালেদা জিয়াকে দাওয়াত দিতে আইনী বাধা নেই, জানালেন আইনমন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাওয়াত দিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। 

রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের জন্য আয়োজিত ১৪৬তম রিফ্রেসার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার ব্যাপারে দুটি শর্ত আছে। তা হলো তিনি বাংলাদেশের ভেতরে চিকিৎসা গ্রহণ করবেন আর বিদেশে যেতে পারবেন না। সে কারণে পদ্মা সেতু উদ্বোধনের সময় তাকে দাওয়াত দিতে আইনি কোনো বাধা নেই।

শেখ হাসিনার সরকার বিদ্বেষের বশীভূত হয়ে কারও প্রতি কোনো ‘অ্যাকশন’ নেন না উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, “ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া ও তার পুত্রদ্বয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল। সেগুলো দুদকের তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। “

প্রসঙ্গত, আসছে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এ উপলক্ষে বিএনপি চেযারপারসন বেগম খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গত শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, “আমরা তো বলিনি কাউকে দাওয়াত দেব না। নিয়মের মধ্যে পড়লে অবশ্যই পাবেন। এখন উনি তো সাজাপ্রাপ্ত। তারপরও বিএনপি চেয়ারপারসন, আমরা নিয়মটা জেনে তারপর দেব। তবে বিএনপি নেতারা দাওয়াত পাবেন।”

অওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্যের জবাবে রবিবার আইনমন্ত্রী বিষয়টি পরিষ্কার করলেন।এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আবারও বলেন, “বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা বন্ধ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি। সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য এই আইন করা হয়েছে।”

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও  কোর্স পরিচালক মীর মো. এমতাজুল হক বক্তব্য  রাখেন।

Link copied!