খালেদা জিয়ার বিরুদ্ধে ২ মামলার শুনানি পিছিয়ে ১৩ মে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২২, ০৪:৫৮ পিএম

খালেদা জিয়ার বিরুদ্ধে ২ মামলার শুনানি পিছিয়ে ১৩ মে

জাতীয় পতাকা অবমাননা এবং ১৫ আগস্ট ভুয়া জন্মদিন উদযাপনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক ২ মামলার শুনানির তারিখ পিছিয়েছে।

আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর আগামী ১৩ মে শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করে আদেশ দেন।

এদিন মামলা দুটির শুনানির কথা ছিল। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময় চেয়ে দুটি পৃথক আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতের নথি অনুযায়ী, এ নিয়ে বিভিন্ন কারণে মামলা দুটির শুনানি ১৫ বার পেছালো।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে আদালতে হাজির হওয়া অসম্ভব। তিনি চলাফেরা করতে সক্ষম নন। যে কারণে এই মামলার শুনানিতে আরও সময় প্রয়োজন।

দেশের মানচিত্র ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে ২০১৬ সালের ৩ নভেম্বর আওয়ামীপন্থী সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। জিয়াউর রহমান জীবিত না থাকায় আদালত মামলা থেকে তার নাম খারিজ করে দেন।

এ ছাড়া, জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ভুয়া জন্মদিন উদযাপন করায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ওই বছরের ৩০ আগস্ট পৃথক আদালতে মামলা দায়ের করেন।

খালেদা জিয়ার ‍বিরুদ্ধে ২০১৫ সালের প্রথম ৩ মাসে পেট্রোল বোমা হামলার অভিযোগে আরও ১০টি মামলা দায়ের হয়। এ ছাড়া, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আরও একটি মামলা হয়।

এর বাইরে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা রয়েছে। ঢাকা ছাড়াও পেট্রোল বোমা হামলার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। যেগুলো কুমিল্লার আদালতে বিচারাধীন।

Link copied!