সেপ্টেম্বর ৪, ২০২১, ০৭:৪৭ পিএম
পরীমনির জামিনের মতো খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়েও হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, হাইকোর্টের বিচারকরা পরী মণির ব্যাপারে প্রশ্ন উঠাতে পারলে খালেদা জিয়ার জামিন নিয়ে প্রশ্ন তুলছেন না কেন’? এসময় তিনি আদালতের উদ্দেশে বলেন, পরীমনিকে জামিন দিয়েছেন, খালেদা জিয়াকেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিন’।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, ‘এত দিন পরও খালেদা জিয়ার জামিন না দেওয়ার কারণ কী হতে পারে? কী করেছেন উনি? উনি তো চুরি করতে জানেন না? ওনার বড় অপরাধ হচ্ছে উনি চুরি করতে পারেন না। সেটা দিয়েও যখন সুবিধা হচ্ছে না। তখন কবরের রাজনীতি শুরু করলেন’।
তিনি আরো বলেন, ‘আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বাড়ির সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে’।
বক্তব্যে জাফরুল্লাহ সরকার নিত্য নতুন বিষয় সামনে এনে নিজেদের ব্যর্থতা লুকাচ্ছে এমন অভিযোগ এনে বলেন, ‘সব সময় নিত্যনতুন বিষয় সামনে তুলে আনা হয়। এখন আনা হয়েছে জিয়ার বিষয়। বিস্ময় হলো, করোনার সঙ্গে ডেঙ্গুও বেড়েছে। কিন্তু সরকার ডেঙ্গু মোকাবিলা করতে পারছে না’।