খুব শিগিগির প্রেস কাউন্সিল আইন সংসদে উঠছে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০৬:১৬ পিএম

খুব শিগিগির প্রেস কাউন্সিল আইন সংসদে উঠছে

প্রেস কাউন্সিলের ১০ লাখ টাকা জরিমানার ক্ষমতা দিয়ে আইন তৈরি করা হচ্ছে এবং এই আইনটি  জাতীয় সংসদে খুব দ্রুততম সময়ে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। কারা সাংবাদিক হবেন তার নীতিমালা তৈরির কাজ করছেন প্রেস কাউন্সিল বলেও তিনি জানান।

রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিলের ২০২০ সালের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় অন্যদের মধ্যে দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক প্রভাতের সম্পাদকমণ্ডলীর সভাপতি মুজাফফর হোসেন পল্টু, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যমের জুডিশিয়াল বডি হিসেবে বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “বর্তমানে প্রেস কাউন্সিল যে আইনে চলে তা অনেক পুরাতন আইন এবং ক্ষমতা খুবই সীমিত। শুধুমাত্র তিরস্কার করা ছাড়া আর কোনো ক্ষমতা নাই বর্তমান আইনে।”

তিনি বলেন, “সময়ের বাস্তবতায় প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার জন্য আমরা যে নতুন আইন খসড়া করেছি সেটি ইতোমধ্যেই মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। মন্ত্রিসভায় উপস্থাপনের পর পার্লামেন্ট হয়ে সেটি পাস হলে প্রেস কাউন্সিলের আরও ক্ষমতা বাড়বে।”  

কারা সাংবাদিক হবেন তার নীতিমালা তৈরির কাজ করছেন প্রেস কাউন্সিল-উল্লেখ করে হাছান মাহমদু আরও বলেন, “নীতিমালা তৈরি হলে দেশের সকল সাংবাদিকদের একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে। এই ডাটাবেজের কাজটি শেষ হলে অপসাংবাদিকতা অনেকটাই কমে যাবে।”

কতিপয় ভুয়া নামধারী সাংবাদিকদের কারণে তার দায় পুরো সাংবাদিক সমাজের ওপর বর্তায় বলেও তথ্যমন্ত্রী মন্তব্য করেন।

Link copied!