`খুবই অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা, আইকিউ এয়ারের রিপোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ০৭:৩৬ পিএম

`খুবই অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা, আইকিউ এয়ারের রিপোর্ট

বিশ্বের মধ্যে ‘খুবই অস্বাস্থ্যকর’ চার শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। সোমবার(৯ জানুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এই তালিকা প্রকাশ করেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২০০ এর বেশি হলে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। রবিবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২০৮।

‘খুবই অস্বাস্থ্যকর’ তালিকায় ৩০৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি।চীনের উহান শহর আছে দ্বিতীয় স্থানে। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স ২৪৮।অন্যদিকে, ২০৩ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর শহর।

এছাড়া, ১৫১-২০০ স্কোরের মধ্যে থাকা ‘অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম স্থানে থাকা শহরগুলো হলো যথাক্রমে ভারতের কলকাতা, ভিয়েত নামের রাজধানী হ্যানয়, পাকিস্তানের করাচি, চীনের চাংগি, চীনের চেংদু ও ইরাকের রাজধানী বাগদাদ। 

অন্যদিকে, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ০ (শূণ্য) হওয়ায় ‘ভাল’ শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা। এছাড়া, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ০৪ নিয়ে দ্বিতীয় ভাল শহর তকমা পেয়েছে বসনিয়া হার্জেগোভিনিয়ার সারাজেভো শহর, ০৮ স্কোর নিয়ে তৃতীয় ভাল শহরের স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটি ও ১০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে একই দেশের সানফ্রান্সিসকো শহর।

আইকিউ এয়ার সূত্রে জানা যায়, একিউআই স্কোর ১০০-২০০ পর্যন্ত 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। একইভাবে ২০১-৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিচেবচনা করা হয়। আর এক্ষেত্রে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা হয় একিউআই সূচক। এটি  একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। পাশাপাশি ওই শহরের বাসিন্দাদের কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানিয়ে থাকে।

রাজধানী ঢাকা শহর দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। সাধারণত শীতকালে এই শহরের বাতাসের গুণমান অস্বাস্থ্যকর হয়ে পড়ে। তবে বর্ষাকালে কিছুটা উন্নত হয় বলে  বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার সূত্রে জানা গেছে।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে ঢাকা শহরের বায়ু দুষণের প্রধান তিনটি কারণ বা উৎস চিহ্নিত করেছে। ২০১৯ সালের মার্চ মাসে প্রকাশিত পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ স্থাপনার ধুলো-বালি ঢাকা শহরের বায়ু দুষণের অন্যতম তিনটি উৎস।

Link copied!