খুলনা ও বরিশাল বিভাগে করোনায় মৃত্যু ৩৯

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২১, ১১:০৮ পিএম

খুলনা ও বরিশাল বিভাগে করোনায় মৃত্যু ৩৯

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়। প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন শুরুর আগেই খুলনা জেলা ও সিটি করপোরেশনে লকডাউন চালু ছিল। তারপরও করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়ও করোনাভাইরাসের সংক্রমণ  অতিমাত্রায় বেড়ে গেছে।

খুলনা বিভাগ

এই বিভাগে শনিবার (৩ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। দৈনিক মৃত্যুর দিক দিয়ে খুলনা বিভাগে এটি তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে, একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল। গত বৃহস্পতিবার (১ জুলাই) সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (২ জুলাই) খুলনা বিভাগে ২৭ জন মারা গেছেন।

শনিবার (৩ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ওই দৈনিক করোনা  প্রতিবেদনে বলা হয়, শনিবার গত ২৪ ঘন্টায় ৩২ জন মারা গেছেন। আর এই সময়ের  মধ্যে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৩৯ জন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে আরও বলা হয়,গত ২৪ ঘন্টায় মৃত ৩২ জনের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১১ জন, যশোরে ৮ জন, কুষ্টিয়ায় ৫জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, নড়াইলে ২ জন ও মেহেরপুরে ১ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৬০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।

বরিশাল বিভাগ

এদিকে, বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৩ জুলাই) গত ২৪ ঘন্টায়৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪৮ জন।

শনিবার (৩ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় মৃত ৭ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১জন। অন্য ৬ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।’

শুক্রবার (২ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ৬ জন করোনা পজিটিভি অঅক্রান্ত ছিলেন। অন্য ৬ করোনা উপসগর্ নিয়ে ভর্তি ছিলেন।  একই সময়ে ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এটা ছিল এযাবৎকালে বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ।

ডা. বাসুদেব কুমার দাস আরও বলেন, শনিবার গত ২৪ ঘণ্টায় ৭১৪ জনের নমুনা পরীক্ষায় ২৪৮ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৩৪। বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১২।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শনাক্ত ১৮ হাজার ১৩৪ জনের মধ্যে  বরিশাল জেলায় ৭ হাজার ৯৮৯ জন, পিরোজপুরে ২ হাজার ৩৩১ জন, ঝালকাঠি জেলায় ১ হাজার ৭৭৮ জন, বরগুনা জেলায় ১ হাজার ৪৬৫ জন, পটুয়াখালী জেলায় ২ হাজার ৫০৩ জন, ভোলা জেলায় ২ হাজার ৬৮ জন রয়েছেন।

 

Link copied!