করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন শুরুর আগেই খুলনা জেলা ও সিটি করপোরেশনে লকডাউন চালু ছিল। তারপরও করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। রংপুর বিভাগের বিভিন্ন জেলায়ও করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে গেছে।
খুলনা বিভাগ
মহামারি করোনার সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত দৈনিক মৃত্যুর সব রেকর্ড ভেঙ্গে রবিবার (০৪ জুলাই) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন এই মৃত্যু নিয়ে এই বিভাগে এ পর্যন্ত ১ হাজার ২১৪ জন মারা গেলেন।
রবিবার (০৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই বিভাগে শনিবার (৩ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। দৈনিক মৃত্যুর দিক দিয়ে খুলনা বিভাগে এটি ছিল চতুর্থ সর্বোচ্চ রেকর্ড। এর আগে, একদিনে করোনায় তৃতীয় সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল। গত বৃহস্পতিবার (১ জুলাই) দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (২ জুলাই) খুলনা বিভাগে ২৭ জন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ‘রবিবার গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে ৭জন, ঝিনাইদহে ২জন,মাগুরায় ২ জন, চুয়াডাঙ্গায় ২জন, বাগেরহাটে ১ জন, সাতক্ষীরায় ১ জন ও মেহেরপুরে ১জন রয়েছেন।’
রবিবার গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৩০৪ জনসহ খুলনা বিভাগে সব মিলিয়ে ৬০ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
রংপুরে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বাড়তে শুরু করেছে রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। রবিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এই বিভাগে আরও ১৬ জন মারা গেছেন।
রবিবার (৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে ঠাকুরগাঁওয়ে ৭জন, দিনাজপুরে ৪ জন, পঞ্চগড়ে ২ জন, লালমনিরহাটে ১ জন, কুড়িগ্রামে ১ জন ও গাইবান্ধায় ১ জন রয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে অঅরও বলা হয়, রবিবার গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ শতাংশ।
রবিবার গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হওয়া ৫৫৬ জনের মধ্যে ঠাকুরগাঁওয়ে ১৩২ জন, দিনাজপুরে ১০৭জন, রংপুরে ৯৫জন, গাইবান্ধায় ৫৭ জন, নীলফামারীতে ৫০ জন, কুড়িগ্রামে ৪০ জন, লালমনিরহাটে ৩৯ জন এবং পঞ্চগড়ে ৩৬ জন রয়েছেন।