খুলনা বিভাগে করোনায় একদিনে ৩০ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২১, ০২:৫৪ পিএম

খুলনা বিভাগে করোনায় একদিনে ৩০ জনের মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে খুলনা বিভাগের বিভিন্ন জেলায়।বৃহস্পতিবারের (২২ জুলাই) চেয়ে এই বিভাগে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়ে গেছে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা। অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন শুরুর আগেই খুলনা জেলা ও সিটি করপোরেশনে লকডাউন চালু ছিল। তারপরও করোনা পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) গত ২৪ ঘন্টায় খুলনা বিভঅগে করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে ৩৬১ জন শনাক্ত হয়েছেন।

 

শুক্রবার (২৩ জুলাই)  খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।বৃহস্পতিবার (২২ জুলাই) গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ৪০ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে ২১৩ জন শনাক্ত হয়েছিলেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক করোনা প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গত ২৪ ঘন্টায় ৩০ জন মারা গেছেন। এনিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট ২ হাজার ৯৩  জন মারা গেলেন।

প্রতিবেদনে আরও বলা হয়,গত ২৪ ঘন্টায় মৃত ৩০ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত অন্যদের মধ্যে খুলনা জেলায় ৫ জন, যশোর জেলায় ৫ জন, মেহেরপুরে ৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন,  মাগুরায় ২জন ও ঝিনাইদহে ১ জন রয়েছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ১১৫ জন।

Link copied!