দীর্ঘদিন লকডাউনের পর আগামী ৬ মে থেকে ঢাকার ভেতর গণপরিবহন চলাচল শুরু হবে। এরই প্রস্তুতিতে চলছে গাড়ী মেরামত ও রঙের কাজ।
সামনে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আগে প্রতি বছরই গণপরিবহনে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায় কয়েকগুণ। সড়কে থাকে ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল, দেখা দেয় তীব্র পরিবহন সংকট।
কিন্তু করোনা মহামারির কারণে এবারের চিত্র সম্পূর্ণ আলাদা। প্রায় একমাস ধরে আন্তঃনগর ওআন্তঃজেলা বাস বন্ধ। অবশেষে সোমবার (৩ মে) জানা যায়,আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও আগামী ৬ মে থেকে আন্তঃনগর বাস চলাচল শুরু হচ্ছে।
আর তাই গ্যারেজগুলোতে শুরু হয়ে গেছে সাজ সাজ রব। গাড়ি মেরামত আর রঙের প্রলেপ দিয়ে রাস্তায় নামানো হবে গাড়িগুলোকে।
যেসব বাস মেরামত ও রং করা হচ্ছে তার মধ্যে অনেক বাসেরই ফিটনেস নেই। ফিটনেসবিহীন এসব যান চাকচিক্য করে মহাসড়কে যাত্রী বহনের জন্য প্রস্তুত করা হচ্ছে।