অক্টোবর ২১, ২০২২, ০২:২১ পিএম
‘গণসমাবেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বাস ও অন্যান্য গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি ট্রেনের সিডিউলও বিপর্যয় হচ্ছে। এটা একটি রাজনৈতিক শিষ্ঠাচরের মধ্যে পরে না। এর ফলে স্থানীয় জনগণও চরম দূর্ভোগে পরে। যার দায়দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে।’
শুক্রবার বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
তিনি বলেন, সরকার একটি সংঘাতময় পরিবেশ সৃষ্টি করতে চায়। সারাদেশের বিদ্যুৎ সংকট তৈরি করে আখের গোছাতে ব্যস্ত। বর্তমান সরকারের একটি দ্বৈত আচরণ হচ্ছে এটি। মুখে গণতন্ত্রের কথা বললেও কোন এক অজানা ভয়ে সরকার অন্য দলের কার্যক্রমে বাধা দিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, দলের কর্মীদের প্রতি একটাই নির্দেশনা যে সমাবেশ যেন সফল হয়। কেননা সরকার এখনই ভীত হয়ে গেছে। তাই জনগণের সুবিধায় বিএনপিকে দায়িত্ব নিতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবার ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ রাস্তায় নেমেছে তারা সিদ্ধান্ত নিয়েছে, এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবে না।