গত ২৪ ঘন্টায় এত ডেঙ্গু রোগী দেখেনি দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২১, ০৯:৩১ পিএম

গত ২৪ ঘন্টায় এত ডেঙ্গু রোগী দেখেনি দেশ

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে গেলেও উদ্বেগ বাড়িয়ে চলেছে ডেঙ্গু রোগ। বেশ কয়েকদিন ধরেই এই রোগে আক্রান্ত হয়ে গড়ে দৈনিক তিন শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সংখ্যাটা মঙ্গলবার সব রেকর্ড ছাড়িয়ে যায়। এদিন সর্বোচ্চ ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত একদিনে এত বেশি ডেঙ্গু রোগী দেখেনি বাংলাদেশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৪৩ জন। যার মধ্যে রোজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৬ জন।  আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৩৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১৪৮ জন ।

গত ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন১২ হাজার ৪৩৪ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ১০১ জন। আর মৃত্যুবরণ করেছেন ৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হেওয়াদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যে  ১১ থেকে ২০ বছর বয়সীদের শতকরা হার ২১ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, ২১-৩০ বছর বয়সীদের শতকরা হার ২৫ দশমিক ৪ শতাংশ।

 

 

 

Link copied!