গাজীপুর সিটিতে ভোট নিয়ে যা বললেন ইসি মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক

মে ২৫, ২০২৩, ০৭:১৫ পিএম

গাজীপুর সিটিতে ভোট নিয়ে যা বললেন ইসি মো. আলমগীর

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন  নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। সদ্য শেষ হওয়া নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটার, প্রার্থী ও নির্বাচন কমিশন সবাই সন্তুষ্ট বলেও  তিনি জানান।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি মো. আলমগীর বলেন, “গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষণ ও দলের প্রতিবেদন কমিশন দেখেছে। এ ছাড়া আমরা নিজেরা সিসিটিভিতে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সব প্রার্থী, বিশেষ করে মেয়র প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই নির্বাচন কমিশনও অত্যন্ত সন্তুষ্ট।

তিনি বলেন, গণনা শেষ হলে বলা যাবে কত শতাংশ ভোট পড়েছে। তবে আশা করছি, ৫০ শতাংশের কম হবে না।

এর আগে,  বৃহস্পতিবার (২৫ মে) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। 
সকালের দিকে শহরের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। কিছু জায়গায় ইভিএমে ধীরগতি ও জটিলতার অভিযোগ থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Link copied!