ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:২০ পিএম
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় একটি ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার সন্ধ্যা সাতটার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে সেনাবাহিনীর সদস্য মোতায়েনে করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিডিয়া ও সংবাদ সংস্থা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে উদ্ধার কাজ পরিচালনায় বেশ অসুবিধা সৃষ্টি হচ্ছে। আগুন লাগা আবাসিক ভবন থেকে এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া আটকেপড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। উদ্ধার করা ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও একজন মেয়ে শিশু। এদের মধ্যে ৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতির দেখভাল করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
ডিএনসিসি মেয়র হ্যান্ড মাইকে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানান এবং উৎসুক জনতাকে সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন।
এর আগে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সদরদপ্তর। প্রথম দিকে তারা তিনটি ও পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠায়। পরবর্তীতে আগুন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে তা নিযন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে সেনাবাহিনী কাজ করছে।