গুলিস্তাণে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৫ জন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৩, ১২:৩৫ এএম

গুলিস্তাণে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৫ জন

গুলিস্তানের সিদ্দিকবাজার বাস স্ট্যান্ডের পাশের বহুতল ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের প্রজণ্ডতায়।

গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সাততলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন জানান, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে। এতে উপরের কয়েকটি তলায়ও ক্ষতিগ্রস্ত হয়। সন্ধ্যায়ও সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে বিকেলে ফায়ার সার্ভিস জানায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনায় আটজনের মৃত্যুর তথ্য তখন গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মোট ৪১ জন ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাঁদের মধ্যে আটজনকে মৃত অবস্থায় আনা হয়।

নিহত আটজনের মধ্যে দুই জন নারী এবং ছয় জন পুরুষ বলে জানিয়েছেন বাচ্চু মিয়া। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি। পরে রাতে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ১৫ জনের লাশ আছে। এদের অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অনেককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনাটি সাত তলা ভবনের বেসমেন্টে ঘটেছে। সাত তলা ভবনের ওপরের দুটি তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

প্রসঙ্গত, গত রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

Link copied!