মার্চ ৭, ২০২৩, ০৯:১৬ পিএম
রাজধানীর গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের জন্য জরুরি রক্তের প্রয়োজন। বিশেষ করে অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ মূহুর্তে চিকিৎসা নিতে গেছেন। এ অবস্থায় জরুরি প্রয়োজনে রক্ত দানের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। রক্তদানে আগ্রহীদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে যেতে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটিতে সাময়িকভাবে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। কারণ বিস্ফোরণে ভবনটিতে ফাটল দেখা গেছে।
হতাহতের বিষয়ে জানতে চাইলে শাহজাহান শিকদার জানান, হতাহতের বিষয় এখনই বলা যাচ্ছে না। আমরা এ নিয়ে কাজ করছি।
ওই ঘটনায় আহতদের রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় ১৫ জন মারা গেছেন। এছাড়া শতাধিকের বেশি আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এটি নাশকতা কিনা, সে বিষয়ে পুলিশ এখনও কোনো মন্তব্য করেনি। তারা বলছে, তদন্তের পর এ বিষয়ে বলা যাবে।