রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের বিস্ফোরণের উত্তাপ শেষ হতে না হতেই এবার গুলিস্তানে বাস স্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটল। ওই বিস্ফেরণে তাৎক্ষণিকভাবে দুই জনের নিহত হওয়ার খবর মিলেছে।
এ ঘটনায় আহত ৩০ থেকে ৩৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
শাহজাহান শিকদার আরও জানান, গুলিস্তানের নর্থ সাউথ রোডের বিআরটিসি বাস স্ট্যান্ডের পাশের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
হতাহতের বিষয়ে শাহজাহান শিকদার তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, আমরা কাজ করছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেছেন, গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় ২ জন মারা গেছেন। অর্ধশতাধিকের বেশি আহত হয়েছেন যারা হাসপাতালে এখন চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ তলা ভবনের নিচতলায় সেনেটারি পণ্যের দোকান এবং বাকি চারটি ফ্লোরে ছিল ব্রাক ব্যাংকের অফিস।