মার্চ ৮, ২০২৩, ০৯:২৬ এএম
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান বুধবার (৮ মার্চ) সকালে আবার শুরু হবে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দীনমনি শর্মা বিষয়টি দ্যি রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয় হয়।
ফায়ার সাভিৃসের এই কর্মকর্তা মঙ্গলবার রাতে বলেন, “আজকের (মঙ্গলবার) মতো উদ্ধার অভিযান স্থগিত করতে হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বেসমেন্টে যাওয়া সম্ভব হচ্ছে না। সকালে(বুধবার সকালে) সেনাবাহিনী এলে আবার উদ্ধারকাজ শুরু হবে।”
এদিকে, বিস্ফোরণে নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয় বলে ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে-ইসলামপুরের মমিনুল ইসলাম (৩৮) ও তাঁর স্ত্রী নদী বেগম (৩৫), সুড়িটোলার বাসিন্দা কাতারপ্রবাসী মো. সুমন (২১), চিটাগাং রোডের বাসিন্দা মাইনুদ্দিন আখন্দ (৪৮), আলুবাজার এলাকার মো. ইসমাইল (৪২), বরিশালের ইসহাক মৃধা (৩৫), কেরানীগঞ্জের রাহাত (১৮), চাঁদপুরের মতলবের আল আমিন (২৩), বংশালের নাজমুল হোসেন (২৫), মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) ও মুন্সিগঞ্জের আবু জাফর সিদ্দিকি (৩৪) এবং মনসুর হোসেন (৪০), আকৃতি বেগম (৭০), ইদ্রিস মীর (৬০), হৃদয় (২০) ও নুরুল ইসলাম ভূঁইয়া (৫৫)।
এছাড়া, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ১০ হাজার থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে।
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, “হতাহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাৎক্ষণিক এ সহায়তা অর্থ দেওয়া হচ্ছে।”
প্রসঙ্গত,মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত ১৬টি মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।