মার্চ ৯, ২০২৩, ১২:৫১ পিএম
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মেহেদি হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে।
বৃহস্পতিবার (৯ মার্চ) তৃতীয় দিনের উদ্ধার অভিযানে বেলা সোয়া ১২টার দিকে এই মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিন সকালে উদ্ধার অভিযানে গিয়ে ফায়ার সার্ভিস জানায়, বেসমেন্টে পানি জমে থাকায় ঝুঁকি নিয়েই চলছে উদ্ধার অভিযান। স্বপনকে উদ্ধারের ওপরই বেশি জোর দিয়েছিলেন তারা। এ ছাড়া বেসমেন্টে অনেক পানি জমে থাকায় সেটিও নিষ্কাশনের চেষ্টা চলছে।
এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল বুধবার রাত ১১টার দিকে মৃত্যু হয়েছে হাফেজ মুসা হায়দার (৪২) নামে এক ব্যক্তির।
নিহত অন্যরা হলেন— কুমিল্লার মো. সুমন (২১), বরিশালের ইসহাক মৃধা (৩৫), যাত্রাবাড়ীর মুনসুর হোসেন (৪০), নুরুল ইসলাম ভুঁইয়া ও মো. ইদ্রিস মীর (৬০), পুরান ঢাকার মো. ইসমাইল (৪২), ব্যবসায়ী মোমিন উদ্দিন সুমন ও সম্রাট, চাঁদপুরের আল আমিন (২৩), কেরানীগঞ্জের রাহাত (১৮), চকবাজারের মমিনুল ইসলাম (৩৮) ও নদী বেগম (৩৬), মুন্সিগঞ্জের মাঈন উদ্দিন (৫০), আবু জাফর সিদ্দিক (৩৪), হাফেজ মো. মুসা, পুরান ঢাকার বংশালের নাজমুল হোসেন (২৫), আকৃতি বেগম (৭০), হৃদয় ও আব্দুল হাসিম সিয়াম (৩৫) মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) এবং নোয়াখালীর রবিন হোসেন শান্ত।
এদিকে সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা। তারা বলেন, ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে নাকি সংস্কার হবে, তা আজকের মধ্যেই জানা যাবে।
এ ছাড়া মিথেন গ্যাসের ভয়াবহতা এড়াতে রাজধানীর বেসমেন্টকেন্দ্রিক মার্কেটগুলো সাত দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন রাজউকের উন্নয়ন বিভাগের সদস্য তন্ময় দাস।